দীঘায় রথযাত্রা এই বছরও বন্ধ, আশা রাখা হচ্ছে আগামী বছরে

এই বছর দিঘায় রথযাত্রা হচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন। বেশ কিছু কাজ বাকি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে দীঘা জগন্নাথ মন্দির কবে উদ্বোধন করা হবে সে বিষয়ে কোনও কিছু জানান হয়নি। তবে দীঘার পুরনো জগন্নাথ মন্দিরে রথযাত্রা হতো। পুরনো দীঘা জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক বসন্ত কুমার জানা জানান, পুরনো মন্দিরেও রথযাত্রা হবে না। তবে নয় দিন ধরে আচার-অনুষ্ঠান, পূজা-পাঠ, প্রসাদ বিতরণসহ যাবতীয় কার্যক্রম অন্যান্য বছরের মতো এ বছরও হবে।

দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের কাছে রথযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কয়েকদিন আগে ওড়িশা থেকে দক্ষ কারিগর এনে রথ নির্মাণের কাজ শুরু হয়। সেই কাজ প্রায় শেষ। যদিও এদিন এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী বছর থেকে দিঘায় রথযাত্রা পালিত হবে। কিছু কাজ এখনো শেষ হয়নি। আগামী বছর থেকে রথযাত্রা শুরু হওয়ার আগেই এটি সম্পন্ন করা জরুরি।’ তিনি আরও বলেন, ‘দীঘা রথযাত্রা পূর্ণ সম্মান ও গাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। সেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। ভারতের আরেকটি শুভ স্থান দিঘা প্রভুর আবাস হিসেবে আবির্ভূত হবে।’