সোমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রাখীবন্ধন উৎসব পালন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালে রাখীবন্ধন উৎসব পালন করতে দেখা যায় শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর ও হাসপাতালের সুপার চন্দন ঘোষকে। সঙ্গে ডিসিপি, এসিপি, আইসি থেকে একাধিক পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি হাসপাতালের নার্স, চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার সি সুধাকর রাখী পরিয়ে দেন হাসপাতালের সুপার চন্দন ঘোষের হাতে৷ তবে রাখীতেও নির্যাতিতার প্রতি ন্যায়ের দাবি জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসক-পুলিশ সম্পর্ক সুদৃঢ় করতে শিলিগুড়ি জেলা হাসপাতালে রাখিবন্ধন উৎসব পালন
