আজকে সকাল থেকেই কলকাতা ও আশেপাশের জেলায় সেভাবে রোদের দেখা মেলেনি দিনে,আকাশ মেঘলাই থেকেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেলের দিকে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্বাভাস বলছে, আজ থেকে আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া শুষ্কই থাকবে।
শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে আজ বিকেলে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে উত্তরের আবহাওয়াও আজ শুষ্কই থাকবে। এরপর আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
তবে হাওয়া অফিস থেকে জানিয়েছে, আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রিতে নামতে পারে। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে শহরে। তবে তিলোত্তমায় বৃষ্টির সম্ভাবনা নেই।