রাস্তায় নিম্নমানের পিএইচই পাইপ বসানোর অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ

প্রতিশ্রুতি মতো পি এইচ ই পাইপ লাইনের কাজ শুরু হলেও নিম্নমানের পাইপ দিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের। যদিও স্থানীয়দের অভিযোগ মানতে নারাজ ঠিকাদার সংস্থার কর্মী। শুক্রবার সকালে পানীয় জলের দাবিতে এবং বাড়ি বাড়ি জল সংযোগের জন্য হরিশ্চন্দ্রপুরে মারওয়ারী পাড়া এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে চলে বিক্ষোভ।

বিক্ষোভ সামলাতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। পরে পি এইচ ই দপ্তরের আধিকারিকরা এসে শনিবার থেকে কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ উঠে যায়। রাতে দপ্তরের তরফে স্থানীয় বাসিন্দাদের জন্য পানীয় জলের ট্যাংক ও পাঠানো হয়। তা ফেরত পাঠিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি ছিল স্থায়ী সমাধান করতে হবে। সেই মতো আজ সকালে বাড়ি বাড়ি জল সংযোগ দেওয়ার জন্য পাইপ লাইনের কাজ শুরু করে পিএইচই দপ্তর।

কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের পাইপ দিয়ে কাজ করা হচ্ছে। অসংখ্য ফুটো রয়েছে পাইপে। ফলে জল সংযোগ দেওয়া হলেও জল পৌঁছবে না বাড়িতে। তাই ফের বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। যদিও নিম্নমানের পাইপ ব্যবহারের কথা অস্বীকার করেছেন ঠিকাদার সংস্থার কর্মী। বিষয়টি খতিয়ে  দেখার আশ্বাস দিয়েছেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া।