শিলিগুড়ি: দূর্ঘটনার কবলে বেসরকারি স্কুলের বাস। ঘটনায় কেউ জখম না হলেও বড় দূর্ঘটনার হাত থেকে রেহাই পড়ুয়ারা। অভিযোগ, গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। প্রশ্ন উঠছে পড়ুয়া নিরাপত্তা ইস্যুতে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে শহর শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি এলাকায়৷ ঘটনায় তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফুলবাড়ি এলাকায় জাতীয় সড়ক ধরে পড়ুয়াদের রওনা হয়েছিল একটি বেসরকারি স্কুলের বাস। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পর পর দুটি ছোট গাড়ির পেছনে ধাক্কা মারে। ঘটনায় দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ জখম হননি বলেই খবর। এদিকে দূর্ঘটনার খবর চাউড় হতেই স্থানীয়দের পাশাপাশি এনজেপি থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। দূর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।
স্থানীয়দের অভিযোগ, স্কুল বাসের চালক মদ্যপ অবস্থায় ছিল। সেক্ষেত্রে তাদের দাবি বাস চালক গাড়িতে ওঠা এবং নামার সময় তাদের পরীক্ষা করা প্রয়োজন নিরাপত্তার স্বার্থে।