২০২৫ সাল পর্যন্ত টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে অনেকটাই উপযোগী হবে উত্তরের চা বলয়, শিলিগুড়িতে জানালেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। রবিবার শিলিগুড়িতে মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন সাংসদ রাজু বিস্তা। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৫ সালের মধ্যে টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্য রাখার কথা জানান। আর সেই প্রসঙ্গে সাংসদ রাজু বিস্তা জানান, প্রধানমন্ত্রীর এই লক্ষ্যের ফলে উত্তরের চা অধ্যুষিত এলাকার মানুষ অনেকটাই উপকৃত হবে। কারণ চা বাগানের মানুষের মধ্যে অপুষ্টি জনিত রোগ দেখা দিয়ে থাকে। আর প্রধানমন্ত্রীর টিবি মুক্ত ভারত গড়ার এই লক্ষ্যে সব থেকে বেশি উপকৃত হবে চা বলয়।