শিলিগুড়িতে চতুর্থী থেকেই ভিড় শুরু হয়ে গেছে সকল পূজো মণ্ডপে। তাঁর মধ্যে নজর কেড়েছে দাদাভাই স্পোর্টিং ক্লাবের পূজো। এবার তাঁদের ৪২ তম বর্ষের থিম “লোক দর্শন”। ১৩ কুইন্টাল জিন্সের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে গোটা পূজো মণ্ডপ। যা দেখতে সারি সারি লোক ভিড় জমাচ্ছে পূজো মণ্ডপে।তাঁদের এবারের পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। তবে প্রতিবছরই দাদাভাই ক্লাবের পূজো মণ্ডপে নতুনত্ব কিছু থাকে। এবারও পিছিয়ে নেই তারা। প্রায় তিন মাস ধরে মেদিনীপুরের ৫২ জন শিল্পী এই মন্ডপ সজ্জার কাজ করেছেন। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হবে দুর্গা মূর্তি।
বর্তমান প্রজন্মের সবথেকে প্রথম পছন্দ হলো জিন্স। তবে এই জিন্স দিয়ে যে কখনও আস্ত একটা মন্ডপ তৈরি করা সম্ভব তা হয়তো এর আগে কেউ ভাবেনি। ক্লাবের পুজো কমিটির সম্পাদক সুধাংশু সাহা জানান।”প্রতিবছরই আমরা নতুনত্ব কিছু করতে চাই। তাই এবার এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।
এছাড়াও জানান যে, পুজোর চার দিনই থাকছে নানান রকম অনুষ্ঠান। এবং মাঠে নিরাপত্তার খাতিরে চারিদিকে সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে। সব মিলিয়ে দাদাভাই ক্লাবের পুজো মণ্ডপ শহরবাসীকে তাক লাগিয়ে দেবে বলে আশাবাদী তাঁরা।”