শিলিগুড়ি : শনিবার ভোররাতে মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালি পাচারের উদ্দেশ্যে ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল । তবে পাচারের আগেই পুলিশের অভিযানে আটক চারটি ট্রাক্টর, গ্রেপ্তার তিন চালক। বাজেয়াপ্ত ধৃতদের নাম কানাই বর্মন, তপন রায়,মিরাজ আলম।
জানাগিয়েছে, শনিবার ভোররাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে। মহানন্দা নদীর চর থেকে অবৈধ বালি তুলের সালুগাড়া এলাকা দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বালি। সেই খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ওই এলাকায় অভিযান চালায় ভক্তিনগর থানা সাদা পোশাকের পুলিশ কিন্তু পুলিশের উপস্থিতি টের পেতেই ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায় একচালক। তবে বাকি তিনজনকে ধরতে সক্ষম হয় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় বালি ভর্তি ওই চারটি ট্রাক্টর । শনিবার জীত তিনজনকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে এই ঘটনার সাথে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।