গোপন সূত্র মারফত খবর পেয়ে, ওই দুই তরুণকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধান নগর থানার পুলিশ। ধৃত ওই দুই তরুণের নাম শিবেন দস্তিদার ও বাবুলাল প্রসাদ। তাদের বাড়ি রাম নগর এলাকাতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে, দুই তরুণ পিঠে ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোড়াঘড়ি করছে। এরপর পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই দুইজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাগ থেকে ১১৫ বোতল কাফ সিরাপ উদ্ধার করে।
ধৃতরা বিহারে ওই কাফ সিরাপ বাসে পাচারের জন্যই এলাকায় ঘোড়াঘড়ি করছিল বলে জানা গিয়েছে। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।