কৃষকদের জন্য ১৪০% সার ভর্তুকি : প্রধানমন্ত্রীর কার্যালয়ের এইতিহাসিক সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ” সরকারের প্রচেষ্টার মূল লক্ষ্য আন্তর্জাতিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও কৃষকদের পুরানো হারে সার দেওয়া এবং কৃষকদের কল্যাণ।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় আজ জানিয়েছে , কেন্দ্র আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিকে হ্রাস করতে সারের ভর্তুকিতে পুরোপুরি ১৪০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করবে। এই ভর্তুকির জন্য সরকার অতিরিক্ত ১৪,৭৭৫ কোটি টাকা ব্যয় করবে।

কৃষকরা প্রতি ব্যাগ সারের জন্য বর্তমান ৫০০ টাকার পরিবর্তে ১,২০০ টাকার ভর্তুকি পাবেন। ২,৪০০ টাকার পরিবর্তে – যা বিশ্বব্যাপী মূল্য বৃদ্ধির পরেও- কৃষকরা একটি ডিএপি (ডি-অ্যামোনিয়াম ফসফেট) ব্যাগ ১,২০০ টাকায় অর্থাৎ আগের দামেই পেয়ে যাবেন।

সার ভর্তুকি বৃদ্ধির সিদ্ধান্ত আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে নেওয়া হয়েছে। পিএমও র তরফে জানানো হয়েছে যে অক্ষয় ত্রিতিয়ার দিন প্রধানমন্ত্রী-কিসান-এর কল্যাণার্থে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ২০,৬৬৭ কোটি টাকা স্থানান্তর করার পরে কৃষকদের স্বার্থে এটি দ্বিতীয় বড় সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *