বিলোনিয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দাঁড় করানোর দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন বিলোনিয়ার জনগণ। দাবির যৌক্তিকতা স্বীকার করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাবরুম থেকে শিয়ালদা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা ট্রেন চলাচল শুরু হলেও বিলোনিয়াতে স্টপেজ নেই। বিলোনিয়ার যাত্রীদের উদয়পুর কিংবা আগরতলায় এসে ট্রেন ধরতে হয়। তাতে সমস্যায় পড়তে হয় বিশাল সংখ্যক যাত্রীদের। বিলোনিয়ায় কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসকে দাঁড় করানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠনের তরফ থেকে বহুবার দাবি জানানো হয়েছে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এব্যাপারে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেননি। বুধবার দক্ষিণ ত্রিপুরা হয়ে বিলোনিয়া রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হলেন চন্দন দেবনাথ সহ দক্ষিণ ত্রিপুরার এক প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন কেন্দ্রীয় রেল মন্ত্রীর সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন এবং অতিসত্বর বিলোনিয়াতে যাতে এক্সপ্রেস ট্রেন কিছু সময়ের জন্য দাঁড়ায় তা সুনিশ্চিত করবেন।