সোমবার ট্যাক্সিচালকদের লালবাজার অভিযানের জেরে পরিষেবা বন্ধ রাখার কারণে হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। রাস্তায় ট্যাক্সিচালকদের যানশাসনের মামলার অভিযোগে পথে নেমেছিলেন এআইটিইউসি-র ট্যাক্সিচালকেরা।এ দিন ১২ ঘণ্টা পরিষেবা বন্ধ রাখায় শিয়ালদহ, হাওড়া, কলকাতা স্টেশন ছাড়াও কলকাতার একাধিক এলাকায় যহলুদ ট্যাক্সি পেতে গিয়ে নাজেহাল হতে হয়েছে যাত্রীদের।
দুপুর ১টা নাগাদ লেনিন সরণি সংলগ্ন রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় ট্যাক্সিচালকদের মিছিল। মিছিলের জেরে সাময়িক ভাবে রাস্তায় যানজট দেখা দেয়। ট্যাক্সিচালকেরা লালবাজারের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ব্যারিকেড করে আটকে দেয়। তখন ট্যাক্সিচালকেরা রাস্তায় বসে বিক্ষোভ করেন।
ট্যাক্সিচালকরা উপযুক্ত পার্কিংয়ের ব্যবস্থার দাবি ও দূষণ পরীক্ষার নামে গাড়ির ইঞ্জিনের ক্ষতি করার অভিযোগ জানান। পুলিশ জানিয়েছেন সব দাবি খতিয়ে দেখা হবে। এছাড়াও এ দিন ট্যাক্সি সংগঠনের নেতা নওলকিশোর শ্রীবাস্তব বলেন, ‘‘দীর্ঘ দিন ধরেই এই আচরণ চলে আসছে। পুলিশের কাছে যানশাসনের চেয়ে জরিমানা করে আয় বাড়ানোই বেশি গুরুত্বপূর্ণ। অবিলম্বে এই প্রবণতা বন্ধ হওয়া দরকার।”