অতি মারি প্রকোপে বাবা মা হারানোর শিশুদের দায়িত্ব নেবে কেন্দ্র

শনিবার সরকারিভাবে প্রধানমন্ত্রী দপ্তর থেকে ঘোষণা করা হয়, কোভিডে অনাথ শিশুদের শিক্ষা স্বাস্থ্য তথা সব খরচ দেবে কেন্দ্র। এই মহামারী প্রকোপে বহু শিশু বাবা- মা হারিয়েছে, তাদের ভরণপোষণের জন্য আর্থিক সাহায্য করা হবে পিএম কেয়ার্স তহবিল থেকে।

পিএমও- এর তরফ থেকে জানানো হয় কোভিড-১৯ এর প্রকোপে যেসব শিশুর পিতা ও মাতা দুজনেই গত হয়েছে, তাদের বয়স ১৮ বছর হলেই পরের পাঁচ বছর পর্যন্ত তারা মাসিক ভাতা পাবে। বয়স ২৩ হলে তাদের ১০ লক্ষ টাকা দেওয়া হবে। জানানো হয়েছে, আঠারো বছর বয়স পর্যন্ত তারা ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার তথা কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় থাকবে। লেখাপড়ার খরচ এর টাকাও দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। উচ্চশিক্ষার জন্য তারা ঋণ নিতে পারে, সেই ঋণের সুদ অর্থ পিএম কেয়ার্স তহবিল থেকে দেওয়া হবে।

শনিবারই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব চিঠি দ্বারা শিশু সুরক্ষা কমিশন জানায়, দেশের বর্তমান করোনা পরিস্থিতি যেসব শিশুর বাবা-মা অথবা দুজনই মারা গিয়েছে তাদের তথ্য দ্রুত পোর্টালে নথিভুক্ত করতে হবে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের। নথিভূক্ত শিশুদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকেও নজর রাখবে শিশু সুরক্ষা কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *