দ্বিতীয় দিনের সফরে ফুলবাড়ির ভিডিওকন ময়দান সভায় মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প নিয়ে বক্তব্য

তিন দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীর ভিডিওকন ময়দানে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার সেই সভা থেকে কন্যাশ্রী, রূপশ্রীর মত একাধিক প্রকল্প সাধারণ মানুষের হাতে নিজ হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে সেই সভা থেকে আরো নতুন কিছু প্রকল্পের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানাগেছে। এরপর আগামীকাল উত্তরকন্যায় উত্তরের সমস্ত জেলার জেলাশাসক, আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।