টিকাকরণ নিয়ে নতুন উদ্যোগ রাজ্যের

রাজ্যের বাড়তে থাকা করোনা সংক্রমণ রোধের জন্য কলকাতা পুরসভা একের পর এক পন্থা অবলম্বন করছে। সব চেয়ে বেশি সংখ্যক টিকাকরণের উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। তাই এবার একেবারেই অভিনব টিকাকরণে পদ্ধতি নিল কলকাতা পুরসভা। এবার ফোনে ডাকলেও বাড়ি-বাড়ি গিয়ে কোভিডের টিকা দিতে পারেন পুরকর্মীরা। সেই উদ্দেশ্যে ‘ভ্যাকসিন অন কল’। অর্থাৎ বলা যেতে পারে ‘‌দুয়ারে ভ্যাকসিন’‌ কর্মসূচি। ত্রাতার ভূমিকায় কলকাতা পুরসভা। ৬০ উর্দ্ধ প্রবীন থেকে সুপার স্প্রেডার, মহানগরের নানা পর্যায়ের নাগরিকদের টিকাকরণের কর্মসূচি চালিয়ে যাচ্ছে পুরসভা। ইতিমধ্যে প্রায় ২১ লক্ষ মানুষকে টিকা সম্পূর্ণ করেছে।

উল্লেখ্য, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি হকারদের জন্য দুয়ারে ভ্যাকসিনের সুবিধা চালু করেছে। এনকেডিএ সূত্রে খবর, এডি ব্লকের বাজারের ব্যবসায়ীদের টিকা দেওয়া হয়েছে। এরপরে কর্তৃপক্ষের আধিকারিকরা চিকিৎসকদের সঙ্গে নিয়ে যান ডিএলএফ চত্বরে। সেখানকার খাবারের স্টল এবং অন্যান্য হকারদের ভ্যাকসিন দেওয়া হয়। প্রথমদিনের কর্মসূচি বলে সংখ্যাটা খানিকটা কম। তবে আগামীদিনে দুয়ারে ভ্যাকসিনে টিকা প্রাপকের সংখ্যা বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *