প্রায়শই গাড়ি নিয়ে রায়গঞ্জ বা শিলিগুড়ি যেতে হয় গাড়ি চালকদের। রাস্তায় গর্তের কারণে কখনও গাড়ির চাকা নষ্ট বা কখনও ভেঙে পড়ে গাড়ির যন্ত্রাংশ। ইসলামপুর ডালখোলা থেকে সোনাপুর পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার রাস্তার হাল এমনই।এই নিয়ে অভিযোগ সাধারণ মানুষেদের। কেন সেই রাস্তার সংস্কারে উদ্যোগ হচ্ছেন না জাতীয় সড়ক কর্তৃপক্ষ, তা নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার।ডালখোলা থেকে ইসলামপুরের বাইপাস পর্যন্ত কিছু কিছু জায়গায় রাস্তা ভেঙ্গে তৈরি হয়েছে বিশাল গর্ত এবং সেই সব জায়গায় জল জমে প্রায় দিনে ঘটে চলেছে দুর্ঘটনা।
বারং বার এই একই বিষয় নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন প্রশাসনের কর্তারা। তবে জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি তাঁদের।মহাকুমা প্রশাসনের কর্তারা জানান, এই রাস্তা সংস্কারের জন্য প্রচুর টাকার প্রয়োজন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ বরাদ্দ না পাওয়ায় কাজ হচ্ছে না বলে মনে করছেন প্রশাসনের কর্তারা। তবে আশা করছি খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।