রবিবার রাজ্যপাল জগদীপ ধনখড় ফিরহাদ-শোভন-সুব্রত-মদন, চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছিলেন। তার পরেই নারদকাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্রকে গ্রেফতার করল সিবিআই। সোমবার সকালে সিবিআইয়ের পক্ষ থেকে চেতলায় ফিরহাদ হাকিম-এর বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু ঠিক কী কারণে ফিরহাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে, তা প্রাথমিকভাবে স্পষ্ট করা হয়নি। কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে এসে ফিরহাদ বলেন, ‘নারদ মামলায় আমায় গ্রেফতার করা হল।’ ফিরহাদ দাবি করেন, আগাম কোনও নোটিশ দেওয়া হয়নি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়েরও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করেছেন ফিরহাদ।
গ্রেফতারিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ফিরহাদের বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসা বেঁধে যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের। সিবিআইয়ের গাড়ির সামনে শুয়ে পড়েন তাঁরা। গাড়ি থেকে নেমে তৃণমূলকর্মীদের শান্ত করেন ফিরহাদ। সেই পরিস্থিতির মধ্যে ফিরহাদকে গাড়িতে বসিয়ে নিজাম প্যালেসে উদ্দেশে রওনা দেয় সিবিআইয়ের গাড়ি।
সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, ফিরহাদকে গ্রেফতার করা হয়নি। সোমবার নারদকাণ্ডে ফিরহাদ-সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হবে। সেজন্য প্রাক্তন মন্ত্রী শোভন, তৃণমূল বিধায়ক মদন, পঞ্চায়েতমন্ত্রী সুব্রতকেও নিজাম প্যালেসে আনা হয়েছে। প্রাক্তন আইপিএস অফিসার এস এম এইচ মির্জাকেও নিয়ে আসা হচ্ছে।