সোমবার ত্রিপুরা ইটভাট্টা শ্রমিক ইউনিয়ন ৯ দফা দাবির ভিত্তিতে শ্রম কমিশনারের নিকট এক ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি গুলি সম্পর্কে আজ একটু সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরে সংগঠনের সাধারণ সম্পাদক তপন দাস। তাদের দাবিগুলি হল, চলতি বর্ষে ইট ভাটা শ্রমিকদের মজুরি ন্যূনতম ১০% (শতাংশ) বৃদ্ধি করতে হবে।
রাজ্যে যে সমস্ত ভাটার শ্রমিকদের বসবাসের ঘরগুলি পাঁকা হয়নি, সেগুলো দ্রুত পাঁকা করতে হবে। ভাটার শ্রমিকদের বিশুদ্ধ পানীয় জন্ম, পাঁকা সেনিটাইজেশন, ঔষধপত্র, রান্নার প্রয়োজনীয় জ্বালানি, প্রতিটি ঘরে বিদুতের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। মহিলা শ্রমিক সহ সমস্ত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মহিলা শ্রমিকদের, গর্ভকালীন সময়ে বিনা পারিশ্রমিকে প্রাপ্য মঞ্জুরি দিতে হবে। শ্রমিকদের প্রতিদিনের কাজের হিসাব এই প্রাপ্ত মজুরি দিতে হবে।
ভাট্টায় পরিযায়ী শ্রমিকদের ছেলে-মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকারকে ব্যাপক পরিকাঠামো উন্নয়ন কাজ করতে হবে। প্রতিটি ভাট্টার কাজের হিসাব সহ অন্যান্য সমস্যার নিয়ে, সম আধিকারিকদের নিয়মিত ভাট্টা পরিদর্শনে যেতে হবে। এদিন ডেপুটেশন শেষে সিআইডি ও রাজ্য দপ্তর এক সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন ত্রিপুরা ভাট্টা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির নেতা তপন দাস।