শুক্রবার ফের একবার বিক্ষোভে সামিল হলেন বিধান মার্কেটর ব্যবসায়ী সমিতির সদস্যরা

দোকানের মালিকানার দাবিতে শিলিগুড়ি প্রধান ডাক ঘরের সামনে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে সামিল হল শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা।

এর আগেও বহুবার তাদের এই দাবি নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিল সমিতির সদস্যরা, তবে এখনো তাদের সেই দাবি পূরণ না হওয়ায় শুক্রবার ফের একবার বিক্ষোভে সামিল হন ব্যবসায়ী সমিতির সদস্যরা।

তারা জানান, দ্রুত তাদের এই দাবি পূরণ না করলে পরবর্তীতে তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে ও প্রয়োজনে নবান্ন পর্যন্ত যাবে তারা।