রাজ্যবাসীকে কুম্ভ মেলায় অংশগ্রহণ করার আবেদন জানান মেলা কমিটির সাধুসন্তরা

আগামী ২৫ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি ২০২৫  অর্থাৎ আট দিনব্যাপী রানির বাজার কুম্ভ কালি মেলা প্রাঙ্গণে বিরাট কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। রাজ্যবাসীকে কুম্ভ মেলায় অংশগ্রহণ করার আবেদন জানান মেলা কমিটির সাধুসন্তরা। আর্থিক দিক দিয়ে দুর্বল থাকার কারণে  কুম্ভ নগরীতে গিয়ে কুম্ভমেলা দেখতে পারেন না রাজ্যের অধিকাংশ মানুষ। তাই তাদের কথা চিন্তা করে  এই  বিরাট কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মহতি মেলায়  দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্তরা উপস্থিত থাকবেন। আর এই মেলাকে নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মেলা কমিটি। সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে আট দিনব্যাপী মেলার বিষয়ে বিস্তারিত জানান মেলা কমিটির সাধু সন্তরা। পাশাপাশি তারা এই বৃহৎ মেলা পরিচালনা করার জন্য আর্থিক সহযোগিতা কামনা করেন।