গরীব মানুষের বাসস্থানের সঠিক কাগজপত্র থাকার লক্ষ্যে শংসাপত্র প্রদান মেয়রের

গরীব মানুষের বাসস্থানের সঠিক কাগজপত্র থাকার লক্ষ্যে এবং পাট্টার সহজ প্রদ্ধতির দরুণ শংসাপত্র প্রদান করা হলো মেয়রের হাত দিয়ে।শিলিগুড়ি পুরনিগমের উদ্দ‍্যোগে সরকারি জমির ওপর দীর্ঘদিন ধরে বসবাসকারী গরীব মানুষের পাট্টা দেবার প্রথম ধাপের কাজ এগোলো।এক অনুষ্ঠানের মধ‍্যদিয়ে বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে প্রথম ভাগে ২৪০ জনকে শংসাপত্র দেওয়া হলো।মেয়র গৌতম দেব অনুষ্ঠান পর্বের শেষে জানান পশ্চিমবঙ্গ সরকারের ৪ মন্ত্রীর তত্ত্বাবধানে গরীব মানুষ যাতে সহজ উপায়ে সরকারি জমির ওর বসবাসকারী গরীব মানুষ পাট্টা পেতে পারেন সেই জন‍্য এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।এই শংসাপত্র নিয়ে খুব খুশি সাধারণ মানুষ