দীর্ঘদিনের ২৮ নম্বর ওর্য়াডের জলকষ্টের সমাধান হতে চলেছে।মঙ্গলবার সকালে ২৭ নম্বর ওর্য়াড এবং ৫ নম্বর ওর্য়াডের পাম্পিং স্টেশন গুলো ঘুরে দেখেন পুরনিগমের মেয়র গৌতম দেব, মেয়র পারিষদ দুলাল দত্ত, কাউন্সিলর, বোরো চেয়ারম্যান সহ দপ্তরের আধিকারিকেরা।
একই সাথে ২৭ নম্বর ওর্য়াডের জ্যোৎস্নাময়ী স্কুলের ঠিক পেছনে অবস্থিত পাম্পিং স্টেশন ঘুরে দেখার পাশাপাশি ঐ এলাকার বাসিন্দাদের থেকে তাদের সমস্যার কথা শোনেন।ঐ অঞ্চলের রাস্তা প্রস্তুতি করণে জ্যোৎস্নাময়ী স্কুলের কিছু টা জমি দেবার জন্য ধন্যবাদ জানান মেয়র।এই প্রসঙ্গে মেয়র গৌতম দেব জানান এই রাস্তা চওড়া হলে গাড়ি ও এম্বুলেন্স ঢুকতে পারবে।
জল নিয়ে তিনি বলেন, এলাকাবাসীরা তাকে জানান পাম্প চলার সময় অনেক জোড়ে আওয়াজ হয়।তাদের বাড়িতে অসুস্থ বৃদ্ধ লোক রয়েছে।গৌতমবাবু এই বিষয় শিকার করে বলেন তিনি বাস্তুকারদের বলেছেন এই আওয়াজ চলবে না কমাতে হবে।