মেধাবী ছাত্র ধিমানের বাড়ি গেলেন মেয়র গৌতম দেব সহ পৌর নিগমের মেয়র পরিষদ দুলাল দত্ত

ধীমানের পড়াশোনার জন্য দীর্ঘদিন ধরে সব রকমের সাপোর্ট দিয়ে আসছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অর্থনৈতিক দিক থেকে সমস্যায় থাকা মেধাবী ছাত্র ধীমান এর খবর পেয়েছিলেন মেয়র। এরপর মেয়র পঠন-পাঠনসহ নানান দিক থেকেই ধীমানের পাশে ছিলেন।

ধীমানের পরিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সহযোগিতায় খুশি। ধীমান আইআইটি মাদ্রাসে তার উচ্চশিক্ষা সম্পন্ন করল। বর্তমানে ধীমান পিএইচডি করছেন। usa-এর ইউনিভার্সিটি অফ কলোরাণ্ডো বোল্ডারে।

আজ সকালেই শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পৌর নিগমের মেয়র পরিষদ দুলাল দত্ত সহ অনেকেই গিয়েছিলেন ধীমানের বাড়িতে। শিলিগুড়ির মেয়রের সহযোগিতা কোনদিন ভুলবো না এমনটাই জানান ধীমান এবং তার মা। অপরদিকে মেয়র বলেন মেধাবী ছাত্রদের পাশে আগেও ছিলাম আগামীতেও থাকবো।