এবার ৫ টাকায় ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা করলো শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড। শনিবার গেট বাজারে এই ‘মা ক্যান্টিন’ চালু করলো গৌতম দেব। নিজের হাতেই মানুষের হাতে ৫ টাকার বিনিময়ে খাওয়ার তুলে দিলেন মেয়র তথা কাউন্সিলর গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, সহ অন্যান্য কাউন্সিলরেরা। খাবারের গুণমান খতিয়ে দেখতে নিজেও সকলের সঙ্গে ‘মা ক্যান্টিনের’ খাবার খেলেন।
মেয়র জানান, তাদের এই নিয়ে ৫নম্বর মা ক্যান্টিন চালু হলো। আগামীতে আরোও বেশ কয়েকটি মা ক্যান্টিন খোলা হবে শহরের বিভিন্ন প্রান্তে। তবে কিছু সমস্যার জন্য শিলিগুড়িতে দু-একটি মা ক্যান্টিন বন্ধ হয়ে গেলেও তা দ্রুততার সাথে খোলার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, এই মা ক্যান্টিনের মধ্য দিয়ে গরিব মানুষের মুখে পাঁচ টাকার বিনিময়ে খাবার তুলে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেই কারনে আগামীতে আরও মা ক্যান্টিন খোলা হবে যাতে কেও অনাহারে না থাকে।