লকডাউন বড় ভূমিকা পালন করেছে দেশের দৈনিক সংক্রমন হ্রাসে

নিম্নমুখী সংক্রমণের গ্রাফ। ৬৬ দিন পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ দেশে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। একদিনে আক্রান্ত এক লক্ষেরও কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা পজিটিভ কেসের সংখ্যা ৮৬,৪৯৮। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে ১৩ লক্ষের কিছু বেশি। দেশে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২.৭৩ কোটির বেশি মানুষ। মৃত্যু হয় ২৪২৭ জনের। ভারতে মোট মৃত্যর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিধিনিষেধ, লকডাউন ও মাস্ক পরার সচেতনতা বৃদ্ধির জেরেই ক্রমশ নিম্নমুখী সংক্রমণের দ্বিতীয় ঢেউ।

পশ্চিমবঙ্গের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যেও দ্রুত হারে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী এক দিনে মোট ৫৮৮৭ জনের দেহে করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। অন্যদিকে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১০৩ জন। টিকাকরণ করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র ভ্যাক্সিনেশন। এখনও পর্যন্ত দেশে প্রায় ২৩ কোটিরও বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *