মন্ত্রীর গড়ে সদর এলাকাতে গ্রীষ্ম আসার আগেই জল নিয়ে হাহাকার, বাড়ি বাড়ি হয়নি পিএইচইর জল সংযোগের কাজ, জলের দাবিতে রাস্তার কাজ আটকে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর, পথে বসে পড়লেন মহিলারা, বিক্ষোভ সামলাতে হিমশিম খেল পুলিশ, দ্রুত কাজ হবে আশ্বাস মন্ত্রীর, সদর এলাকাতে বিজেপির ভোট থাকার জন্য জল থেকে বঞ্চিত মানুষ বিস্ফোরক অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা মন্ত্রীর গড়ে সদর এলাকাতেই জল নিয়ে হাহাকার।
গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই তীব্র জলসংকট। তারপরেও এখনো বাড়ি বাড়ি হয়নি পিএইচইর পাইপলাইন সংযোগের কাজ। তাই এবার জলের দাবিতে রাস্তায় নামলেন মহিলারা। সকাল সকাল হাসপাতালগামি রাস্তার কাজ আটকে জলের দাবিতে পথে বসে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ।
বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীকেও। বিক্ষোভ সামাল দিতে এলে মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও। যদিও মন্ত্রীর দাবি দ্রুত জলসংযোগ হয়ে যাবে বাড়ি বাড়ি।