প্রতি বছরের মতো এবারও মালদার সুভাষপল্লী ইদগাহ ময়দানে অনুষ্ঠিত হল পবিত্র ইদের নমাজ

আজ পবিত্র ইদ-উল-ফিতর অর্থাৎ খুশির ইদ। তাই সোমবার সারা দেশের সাথে মালদাতেও সাড়ম্বরে পালিত হচ্ছে খুশির ইদ। খুশির ইদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মালদা শহরের সুভাষপল্লী ইদগাহ ময়দানে অনুষ্ঠিত হল পবিত্র ইদের নমাজ। ধর্মীয় আচার অনুশাসন মেনে মালদা শহরের মুসলিম কমিটির আটকোশী আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়ার ব্যবস্থাপনায় নমাজ পাঠ করলেন কয়েক হাজার নমাজি। ইদের নমাজ পাঠের কাতারে সামিল সকলেই প্রার্থনা করলেন বিশ্বশান্তির।

এদিনের এই নমাজ পাঠ পর্বে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর শুভময় বসু, চৈতালী ঘোষ সরকার, গৌতম দাস, পূজা দাস, উদয় চৌধুরী, পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুন্ডু, প্রাক্তন কাউন্সিলর শুভদীপ সান্যাল সহ আরও অনেকেই। তারা সকলে মিলে ইংরেজবাজার পৌরসভার তরফে নমাজিদের খুশির ইদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।