শিলিগুড়িতে প্রতি বছরের মতো এবারও তাজিয়া তৈরির ধুম

বুধবার মুসলিম সম্প্রদায়ের শোকের পরব মহরম। মহরম উপলক্ষে তাজিয়া নিয়ে ধর্মীয় শোভাযাত্রা কোরে শোক ব্যক্ত করেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাই মহরম উপলক্ষে প্রতি বছরের মতো এবারও তাজিয়া তৈরির ধুম পড়েছে। শিলিগুড়ির বেলডাঙ্গি তুম্বাজোত এলাকায় তাজিয়া তৈরির এমনই তোড়জোরের ছবি নজরে এলো। মহরমের দুই মাস আগে থেকেই তাজিয়া বানাতে শুরু করেছেন এমডি নাসির। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান হলেও মহরমে শখের জন্য এই তাজিয়া বানিয়ে থাকেন।তার বানানো এই তাজিয়া শিলিগুড়ি সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গা যায়। তিনি তুর্কি, ইরাক, ইন্দোনেশিয়ার  প্রসিদ্ধ মসজিদের আদলে তাজিয়া বানিয়ে থাকেন।