বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ত্রিপুরার চুড়াইবাড়িতে। একটি গাড়িতে তল্লাশি চালালে গাড়ির ভেতর থাকা দুইটি মুড়ি তৈরি করার মেশিনের ভেতর থেকে উদ্ধার হয় গাঁজা। গ্রেফতার গাড়ি চালক। ঘটনার বিবরনে জানা যায় চুড়াইবাড়ি থানার ওসি খোকন সাহার কাছে গোপন সূত্রে খবর আসে গাঁজা বোঝাই একটি গাড়ি রাজ্য থেকে বহিঃ রাজ্যের উদ্দেশ্যে পাড়ি দেবে। ওই খবরের উপর ভিত্তি করে ওসি দলবল নিয়ে চুড়াইবাড়ি থানার সামনে থাকা নাকাপয়েন্টে যানবাহন তল্লাশিতে বসেন। দিন পেরিয়ে রাত আসার সাথে সাথে পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য TR01Q-1516 নম্বরের ছয় চাকার একটি গাড়ি রাত অনুমানিক আটটা নাগাদ চুড়াইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে আসতে পুলিশ গাড়িটিকে আটক করে।
গাড়িটির মধ্যে মজুদ ছিল দুইটি চালের মুড়ি তৈরি করার মেশিন। পরবর্তীতে খবর দেওয়া হয় উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডালং ও মহকুমার পুলিশ আধিকারিক বি জেরিনপুই সহ অন্যান্য আধিকারিকদের। পরবর্তীতে সকলের উপস্থিত গাড়ির ভিতরে থাকা মেশিনের ভিতর থেকে তল্লাশি চালিয়ে পুলিশ ৬৯ প্যাকেটে ৩৪৫ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। সাথে আটক করা হয় গাঁজা পাচারকারী তথা চালককে। তার নাম মনিতা মোহন জমাতিয়া (৪৫) পিতা কৃষ্ণ বাঁশি জমাতিয়া বাড়ি তেলিয়ামুড়া থানাধীন খামারবাড়ি এলাকায়।
পুলিশের প্রাথমিক স্বীকারোক্তিতে চালক জানায় গাঁজা গুলি খোয়াই পদ্মবিল এলাকা থেকে আসামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এক সাক্ষাৎকারে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডালং জানান উদ্ধার হওয়া গাঁজাগুলির কালোবাজারি মূল্য প্রায় এক কোটি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হবে। ইতিমধ্যে চালকের বিরুদ্ধে চুড়াইবাড়ি থানার পুলিশ এনডিপিএস ধারায় একটি মামলার রুজু করে তাকে গ্রেফতার করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আগামীকাল তাকে পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করবে চুড়াইবাড়ি থানার পুলিশ।