দীপাবলির রাতে বেআইনিভাবে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়ে সাজানো হয়েছিল বলে অভিযোগ উঠলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ওপর। যার জেরে ব্যাঙ্গালোর ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড তাঁর কাছ থেকে ৬৮ হাজার ৫২৬ টাকা জরিমানা করেছে। ‘বিদ্যুৎ চুরি’ নিয়ে কুমারস্বামীকে খোঁচা দিতেও ছাড়ছে না রাজ্যের শাসকদল কংগ্রেস এবং এক্স হ্যান্ডেলে সিদ্ধারামাইয়ার দলের তরফে দেবেগৌড়া-পুত্রকে তাঁকে ‘বিশ্বের একমাত্র সৎ ব্যক্তি’ বলে কটাক্ষ করা হয়েছে।
তবে বিদ্যুৎ চুরির এই পুরো ঘটনাটি একটি ‘ষড়যন্ত্র’ বলে পাল্টা অভিযোগ করেছেন জনতা দল। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই “কুমারস্বামী সোচ্চার” বিরুদ্ধে এধরনের অভিযোগ করা হচ্ছে। এছাড়াও যেভাবে জরিমানার অঙ্ক কষা হয়েছে, তারও নিন্দা করেছে দেবেগৌড়ার দল।
তবে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন যে, এটি যেদিনের ঘটনা সেদিন তিনি রামনগরে বিদাদির বাড়িতে ছিলেন এবং যে ইলেক্ট্রিশিয়ানকে বাড়ি সাজানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনিই বাড়ির উল্টো দিকের পোস্ট থেকে বিদ্যুৎ সংযোগ করে দিয়েছিলেন। কিন্তু কুমারস্বামী বিষয়টি জানতে পারা মাত্রই বিদ্যুৎ সংযোগ খুলিয়ে দেন। তাই এই জরিমানাকে ‘অবান্তর’ বলে উল্লেখ করেছেন তিনি।