অবশেষে ঘোষণা করা হল ‘কাবুলিওয়ালা’-র মুক্তির দিন

75

অবশেষে মুক্তি পেল মিঠুন চক্রবর্তী অভিনীত ‘কাবুলিওয়ালা’ ছবির পোস্টার। বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি বড়দিনে (২৫ ডিসেম্বর) মুক্তি পাবে।
চলতি বছরের শুরু থেকেই এই সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল রয়েছে। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পটি এখনো শিশুদের কাছে খুবই আকর্ষণীয়।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ছবিটির পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। পোস্টারে দেখা যাচ্ছে কাবুলিওয়ালার হাত ধরে হাঁটছেন ছোট্ট মিনি।

এদিকে, একই ছবি SVF-এর ভেরিফায়েড ইনস্টাগ্রামেও শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা ছিল, “‘কাবুলিওয়ালা’ সুদূর মরুভূমি থেকে কলকাতায় আসছে।”

ছবিতে মিঠুনকে মাথায় পাগড়ি, ঝোপঝাড় দাড়ি, কাঁধে ঝোলা, আফগানী পোশাক পরা দেখা যাচ্ছে। অন্যদিকে মিনি একটা ফ্রক পরে আছে। মাথায় গোলাপি ফিতা বাঁধা।

এই সিনেমায় রহমত চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। আর মিনি চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী অনুমেঘা কাহালি। এ ছাড়া এই ছবিতে মিনির বাবা অরবিন্দের চরিত্রে অভিনয় করছেন আবির চ্যাটার্জি। মিনির মা স্নেহলতা চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সরকার।