কলকাতার রাস্তায় পুজো দেখার ভিড় প্রতিদিন প্রতিনিয়ত বেড়েই চলছে।যা সামলাতে হিমশিম খাচ্ছে কলকাতা পুলিশ।শেষবেলাতেও জোরকদমে কেনাকাটা চলছে । সে কারণে শহরের বাজার এলাকাতেও তীব্র যানজট। ধীরে চলছে যানবাহন।এ দিকে এখনও ছুটি পড়েনি অফিস, স্কুল, কলেজে। ভিড়ের কারণে বিপাকে পড়তে হচ্ছে তাঁদেরকে।
মঙ্গলবার সন্ধ্যাতেও শহরের মূল বাজারগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বাকি শহরে নিয়ন্ত্রণে থাকলেও গড়িয়াহাট, ধর্মতলা, হাতিবাগানের এই সব বাজারের কাছে যানজট তীব্র। গড়িয়াহাটেও ভিড় অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। এছাড়াও মঙ্গলবার হাতিবাগানেও ছিল ভিড়।
মঙ্গলবার, তৃতীয়া থেকেই কলকাতার রাস্তায় ভিড় সামলাতে অতিরিক্ত নজর দিচ্ছে লালবাজার। লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিংয়ের পাশাপাশি দক্ষিণ কলকাতার বেশ কিছু মণ্ডপে ছিল ঠাকুর দেখার ভিড়।পাশাপাশি হাওড়া ব্রিজ, গিরিশ পার্কমুখী সেন্ট্রাল অ্যাভিনিউ, পার্ক সার্কাস সেভেন পয়েন্টগামী মা উড়ালপুল, গড়িয়াহাট রোডে ছিল তীব্র যানজট।