শিলিগুড়ি : সোমবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে উদযাপন করা হলো ‘জশন-ই-ঈদ মিলাদুন্নবি’ উৎসব অর্থাৎ নবী দিবস। ইসলাম ধর্মে ‘ইদ-মিলাদ-উন-নবী’ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ইদ-মিলাদ-উন-নবী উৎসবটি বাংলায় নবী দিবস নামে পরিচিত। ইসলাম ধর্মের প্রবর্তক মহম্মদের জন্মদিনটি স্মরণ করে প্রতি বছর ইদ-মিলাদ-উন-নবী পালিত হয়। তাই সোমবার সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে এই উৎসব। বেলা বাড়তেই বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছে জুলুস। একাধিক তাজিয়া বের হতেও দেখা গিয়েছে শিলিগুড়ির রাজপথে।
এছাড়াও এদিন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আয়োজন করা হয় ফুড প্যাকেট ডিস্ট্রিবিউশন ক্যাম্প। ঠিক তেমনি শিলিগুড়ির বর্ধমান রোডের ঝংকার মোড়ে দাতা মালংসা দাতা শাহীম সাহ-র তরফে জুলুসে আগত সকলকে ফুড প্যাকেট ও জলের বোতল তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, অল ইন্ডিয়া ইমান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মৌলানা এমডি বাকীবিল্লাহ মোল্লা, শিলিগুড়ির ইস্ট ডিসিপি আইপিএস দীপক সরকার, এসজেডিএর সিইও অভিজিৎ সিভালে, দুই নম্বর বোরো চেয়ারম্যান তথা ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর এমডি আলম খান, পুরনিগমের বিরোধী কাউন্সিলর অমিত জৈন সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
প্রত্যেকেই জুলুসে আগত সকলের হাতে জল ও ফুড প্যাকেট তুলে দেন।এছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ‘জশন-ই-ঈদ মিলাদুন্নবি’ উৎসবের সকলকে শুভেচ্ছা জানান।