আগামী মাসেই হবে উদ্বোধন

নির্মাণ কাজ চলছিলো বহুদিন ধরেই এবার অবশেষে ঘোষিত হলো উদ্বোধনের দিন। নববর্ষের আগে কালীঘাটের স্কাইওয়াক উদ্বোধন করার সুখবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে তিনি জানিয়েছেন, চলতি মাসেই পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের ঠিক আগের দিন ১৪ই এপ্রিল কালীঘাটের মায়ের মন্দিরে পৌঁছানোর স্কাইওয়াক উদ্বোধন করা হবে।

অনেক আগেই দক্ষিণেশ্বরের রানি রাসমণি স্কাইওয়াকের আদলে কালীঘাটেও স্কাইওয়াক তৈরীর সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা। দিনটা ছিল ২০১৮ সালের ৫ নভেম্বর। ওইদিন দক্ষিণেশ্বরে স্কাইওয়াক উদ্বোধনের সময় কালীঘাটেও স্কাইওয়াক তৈরী করার কথা ঘোষণা করেছিলেন তিনি।

অভিনব এই স্কাইওয়াক তৈরির জন্য মোট ১২৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রসঙ্গত ২০১৮ সালে তৃণমূল সুপ্রিমোর ঘোষণার পরেই এসপি মুখার্জি রোড থেকে কালী টেম্পল রোড পর্যন্ত প্রায় সাড়ে চারশো মিটার লম্বা একটি স্কাইওয়াক তৈরির বরাত দেওয়া হয়েছিল।