মাস পড়তেই চড়ছে গরম

মার্চ পড়তেই চরছে গরমের পারদ। উধাও হয়েছে শীত, শুরু হয়েছে কষ্টের দিন। বাড়ছে দাবদাহ। ফাল্গুনের শেষেই যেন পুড়ছে রাজ্যের বেশ কিছু এলাকা। গত দিন তিনেক কোথাও বৃষ্টি হয়নি রাজ্যে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহেই। শহর কলকাতার তাপমাত্রা ছোঁবে ৩৫° সেলসিয়াস।

শুক্রবার মূলত পরিষ্কার থাকবে গোটা রাজ্যের সবকটি জেলার আকাশই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫%। আপেক্ষিক আর্দ্রতার কারণে বাড়তে পারে অস্বস্তি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে দাবদাহ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২° সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১° কম।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার অর্থাৎ ১২ মার্চ সকালের মধ্যে শুকনো থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলাই। আগামী ৫ দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না হিমালয় এবং তার পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে। বৃহস্পতিবার দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮° সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.২° সেলসিয়াস।

অন্যদিকে, শনিবার সকালের মধ্যে শুকনোই থাকছে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া। আগামী ৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে খুব একটা পরিবর্তন হবে না উষ্ণতার। কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। তবে সকালের দিকে হালকা ঠান্ডার আভাস থাকলেও দাবদাহ চলবে সারাদিন জুড়েই। শুক্রবারও বেশি কিছুটা কম ছিল সর্বনিম্ন তাপমাত্রা। শেষ ফাল্গুনে শীতের রেশ বাতাসে থাকলেও অবশ্য চৈত্রতেই ৩৫°তে উঠতে চলেছে পারদ।

আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস। অংশত মেঘলা থাকতে পারে কিছু এলাকার আকাশ। আপেক্ষিক আর্দ্রতার কারণে বাড়বে অস্বস্তি। বিকেলের পর ৭.৪ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ফলে আবহাওয়া কিছুটা হলেও আরামদায়ক হবে রাতের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *