রাজ্য জুড়ে বৃষ্টির ইঙ্গিত

নতুন বছরের শুরুতে দেখা নেই শীতের৷ এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে অকালবৃষ্টি৷ ফলে পিঠেপুলির দিনে হাড় কাঁপানো শীতের সম্ভাবনা খুবই ক্ষীণ৷ তবে কী এই মরশুমে শীতের ইনিংস শেষ? জবাবে কিছুটা আশার আলো জাগিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ তাদের আশ্বাস, মেঘ-বৃষ্টি বিদায় নিলে সপ্তাহান্তে কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে শীত। রাজ্য জুড়ে ফের নামতে শুরু করবে পারদ। পৌষে নিরাশ হতে হলেও, মাঘের শুরুতে যদি কিছুটা হলেও শীতের আমেজ মেলে, তাহলে হাসি ফুটবে বঙ্গবাসীর মুখে। 

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ বৃহস্পতিবার রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সকালে দার্জিলিং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কলকাতাতেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে৷ বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে৷ যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। 

হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার থেকে রাজ্যের বেশির ভাগ জেলায় পারদ নেমে যাবে৷ মিলবে শুকনো আবহাওয়া। তবে উত্তরবঙ্গে পারদ পতন শুরু হয়ে যাবে শুক্রবার থেকেই৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনিবার থেকে রাতের পারদ নামতে শুরু করবে৷ উত্তর-পশ্চিম ভারত থেকে বয়ে আসা পশ্চিমী ঝঞ্ঝার জেরে জেরে বাংলায় মুখ থুবড়ে পড়েছে শীত। বাধা পেয়েছে উত্তুরে হাওয়া৷ রোদের বদলে আকাশ ঢাকা রয়েছে মেঘে৷ এই সব কিছুর জেরেই তরতরিয়ে বেড়েছে রাতের তাপমাত্রা। বৃষ্টির জেরে   স্যাঁতস্যাঁতে ঠান্ডা থাকলেও, উধাও বঙ্গের চেনা শীত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *