হড়পা বানের হাত থেকে শিলিগুড়িকে বাঁচাতে নয়া ভাবনা বন দপ্তরের

মালবাজার থেকে নয়া শিক্ষা। হড়পা বানের হাত থেকে শিলিগুড়ি শহর এবং মহানন্দা অভয়ারণ্যকে বাঁচাতে নয়া ভাবনা বন দপ্তরের।

গুলমায় মহানন্দা নদীর সাড়ে তিন কিলোমিটার এলাকা ড্রেজিং করা হবে।নদীর মাঝখানটায় বড় বড় বোল্ডার জমে রয়েছে। পাহাড়ে অতিমাত্রায় বৃষ্টি হলে হড়পার সম্ভাবনা প্রবল। তাতে ভয়ঙ্কর রূপ নিতে পারে শহর শিলিগুড়ি। ক্রমশ বাড়ছে তিস্তার জল। ইতিমধ্যেই নদীর পার ভাঙতে শুরু করেছে। ক্ষতি হচ্ছে মহানন্দা অভয়ারণ্যেরও। বন্যপ্রাণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

আজ এলাকা পরিদর্শনের পর একথা জানান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান, দার্জিলিংয়ের জেলাশাসক সব ঠিক করে মুখ্য বনপালকে রিপোর্ট দেবেন। মুখ্যসচিব সবুজ সংকেত দিলেই কাজটা শুরু হবে। বোল্ডার তুলে একটি নির্দিষ্ট জায়গায় ফেলা হবে। তারপর সেই বোল্ডার সরকারী কাজে ব্যবহৃত হবে। প্রসঙ্গত বছর কয়েক আগে গুলমায় জলস্তর বেড়ে ভয়ানক রূপ নিয়েছিল। ভেসেছিল একাধিক গ্রাম, চা বাগান। ড্রেজিং করা হলে নদীর নাব্যতাও বাড়বে বলে মনে করেন বন কর্তারাও।
এবার পাহাড়ে অতিমাত্রায় বৃষ্টি হলে হড়পার সম্ভাবনা প্রবল। তাতে ভয়ঙ্কর রূপ নিতে পারে শহর শিলিগুড়ি। ইতিমধ্যেই নদীর পার ভাঙতে শুরু করেছে। ক্ষতি হচ্ছে মহানন্দা অভয়ারণ্যেরও। বন্যপ্রাণের কথা মাথায় রেখেই ওই সিদ্ধান্ত বলে জানান বনমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *