হরিশ্চন্দ্রপুর থানার রাড়িয়াল গ্রামবাসীদের মানবিক উদ্যোগ

মালদাঃকবি শক্তি চট্টোপাধ্যায়ের’দাঁড়াও’কবিতাটি হয়তো অনেকেই পড়েছ।কবিতায় লেখা রয়েছে ‘মানুষ বড়ো কাঁদছে,তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।এসে দাঁড়াও,ভেসে দাঁড়াও এবং ভালবেসে দাঁড়াও।’হরিশ্চন্দ্রপুর থানার রাড়িয়াল গ্রামবাসীদের উদ্যোগে দেখা গেল এমনই এক মানবিক উদ্যোগ।রবিবার তীব্র তাপদাহে পথ চলতি মানুষকে সাময়িকের জন্য তৃষ্ণা মেটাতে হাতে গ্লাস ও জগ ভর্তি সরবত নিয়ে রাস্তায় নেমে পড়েন একদল যুবক।পথ চলতি মানুষ থেকে শুরু করে সাইকেল,বাইক,টোটো ও অটো চালকদের রাস্তায় দাঁড় করিয়ে লেবু জল মিশ্রিত ঠান্ডা শরবত খাওয়ালেন।এদিন প্রায় ৮০০ লোককে শরবত পান করান বলে খবর। আগামী আরো ৫ দিন ধরে এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা।সাঞ্জুর আলম নামে এক উদ্যোক্তা জানান,জেলা জুড়ে শুরু হয়েছে প্রচন্ড তীব্র তাপদাহ।রবিবার হরিশ্চন্দ্রপুর এলাকার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের উর্ধ্বে।মানুষ পথ চলতে গিয়ে হাঁপিয়ে পড়ছেন।তাই পথ চলতি মানুষদের কথা ভেবে এই মানবিক উদ্যোগ।এদিন প্রায় ২০০ লিটার জলের শরবত তৈরি করে ৮০০ মানুষের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *