আদিবাসী সংগঠনের মিছিলে সাতসকালে অবরুদ্ধ হাওড়া সেতু

 আদিবাসী সংগঠনের মিছিলের জেরে সাতসকালে অবরুদ্ধ হাওড়া সেতু। ঘণ্টার পর ঘণ্টা প্রবল যানজট। গড়াল না বাস-গাড়ির চাকা। প্রবল ভিড় ফেরিঘাটেও। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।

বেশ কিছুদিন ধরে তফশিলি জনজাতির তকমার দাবিতে সোচ্চার কুড়মি-মাহাতোরা। এরই প্রতিবাদে সামিল একাধিক আদিবাসী সংগঠন। শুক্রবার রানি রাসমণি রোডে একটি সভা রয়েছে আদিবাসীদের। তাতে যোগ দিতেই এদিন সকালে বিভিন্ন জেলা থেকে দলে দলে হাওড়া স্টেশনে পৌঁছন আদিবাসীরা। হাওড়া স্টেশন থেকে মিছিল করে হাওড়া সেতু ধরে রানি রাসমণি রোডের উদ্দেশে রওনা হন তাঁরা। আর এই মিছিলের জেরে সাতসকালে অবরুদ্ধ হয়ে পড়ে হাওড়া সেতু। বন্ধ হয়ে যায় স্ট্র্যান্ড রোডমুখী রাস্তা।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই অফিস যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। সকলেরই দাবি, এই মিছিল সম্পর্কে কোনও তথ্যই ছিল না। ফলে প্রবল সমস্যায় পড়তে হয়েছে। বাস, গাড়ি এগোনোর মতো পরিস্থিতি নেই। দীর্ঘক্ষণ ধরে একই জায়গায় দাঁড়িয়ে গাড়ি। এদিকে ফেরিঘাটের পরিস্থিতিও অত্যন্ত খারাপ। সবমিলিয়ে আদিবাসীদের মিছিলে জেরবার আমজনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *