ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হল সোমবার। চলবে ২২ মার্চ পর্যন্ত।পরীক্ষা চলবে দুপুর বারোটা থেকে তিনটে পনেরো মিনিট অব্দি। ২৪ ফেব্রুয়ারি ইংরেজি বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা।
উচ্চ মাধ্যমিকে পাশাপাশি আজ থেকে শুরু হল দ্বাদশ মানের মাদ্রাসা ফাজিল পরীক্ষা।চলবে ১৭ই মার্চ অব্দি। সারা-রাজ্যের ৯৫ টি ভেনু ও ৬০ টি, সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৫০০৬ জন। আজ বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে ঘুরে দেখে বিস্তারিত জানান পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী।
পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার সূচী ঘোষণার পর সকল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। চাপমুক্ত মনে পরীক্ষা দেবার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান রাখেন মুখ্যমন্ত্রী।