ভারী বৃষ্টিপাতে বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে

কয়েকদিন গরমে নাজেহাল হয়ে পড়েছিল পাহাড় সহ সমতলের বাসিন্দারা। দার্জিলিংয়ের গরম গত ৩০ বছরের রেকর্ড ভেঙে ফেলায় আরও গরম পড়ার আশঙ্কায় ছিলেন পাহাড়বাসীরা। এরই মধ্যে বুধবার থেকে শুরু হয়েছে বমষ্টিপাত। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় বিরামহীন বৃষ্টি। কখনও ভারি আবার কখন অতি ভারি বৃষ্টিপাতে সমতলের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পাহাড়ে নেমেছে ধস। ইতিমধ্যেই পাহাড় সহ সমতলের বিভিন্ন নদীতে বাড়তে শুরু করেছে জলস্তর। তিস্তা মহানন্দা, তোর্সা, জলঢাকা সহ বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজ উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সেই মতো শুক্রবার সকাল থেকেই পাহাড় ও সমতলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে।

এদিকে পুজোর আগেই পাহাড়ে পর্যটকের আনাগোনা চলছে। সাতসকালে দার্জিলিং এর ম্যালে পর্যটকদের দেখা গেল ছাতা নিয়েই ঘুরতে বেড়িয়ে পড়তে। তবে পাহাড় সহ সমতলের ক্রমশ বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ। ইতিমধ্যেই কালিম্পং প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রবল বর্ষণের জেরে বিপজ্জনক পরিস্থিতি পাহাড়ে। ধসের জেরে বিচ্ছিন্ন একাধিক জায়গা। একাধিক জায়গায় ধসের পাশাপাশি বিরিকদাড়া, শ্বেতিঝোরার মতো এলাকাগুলিতে পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে পড়ায় নতুন করে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। এছাড়াও, মিরিক রোড, দুধিয়া-পানিঘাটা, দার্জিলিংয়ের সুখিয়াপোখরি সহ বেশ কয়েকটি জায়গায় ধস নামায় রাস্তা বন্ধ।

কালিম্পংয়েও একাধিক জায়গায় ধস নামার পাশাপাশি ধসে বিদ্যুতের পোল ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রাম তো বটেই শহরের একাধিক জায়গায় বিদুৎ নেই। সবমিলিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। পেশক রোড খোলা থাকলেও যেভাবে তিস্তায় জলস্ফীতি ঘটছে, তাতে এই রাস্তাটি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। কালিম্পং এবং দার্জিলিং জেলা প্রশাসনের তরফে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

এদিকে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে মিরিকে থার্বু এলাকায় ধসের জেরে ভেঙে পড়লো একটি বাড়ি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে গত দুদিন লাগাতার ভারী বৃষ্টিপাত চলছে পাহাড়ে। একইভাবে লাগাতার বৃষ্টিপাতের ফলে নাওয়াং রাই এর বাড়ি ভেঙে পড়ে। যদিও ঘটনায় কোন হতাহতের খবর নেই। পাশাপশি সমতলের শিলিগুড়িতেও চলছে লাগারে বৃষ্টি ফলে জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ড।