গরমে নাভিঃশ্বাস উঠছে বাংলার মানুষের। এবার কাটতে চলেছে এই অস্বস্তি করা গরম। স্বস্তি মিলতে চলেছে বর্ষার আগমনে। একদিকে যখন ইয়াসের স্মৃতি এখনো দগদগে, এরইমধ্যে নিম্নচাপের হাত ধরে বাংলায় ঢুকে পড়েছে বর্ষা। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী জেলাগুলোতে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। তার জেরে উপকূলবর্তী জেলাগুলোতে বইতে পারে ঝোড়ো হাওয়া। এমনটাই মত আলিপুর আবহাওয়া দপ্তরের।
ইতিমধ্যেই বজ্রপাতে জেরে রাজ্যের প্রায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এই কারণে গতকাল থেকেই এ বিষয়ে সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের দোসর অমাবস্যার কটাল। জোড়া ফলায় সমুদ্র উত্তাল। সামুদ্রিক জলোচ্ছ্বাসের আশঙ্কা। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের কালিম্পং। বৃষ্টির দেখা মিলেছে দক্ষিণবঙ্গের বেশকিছু এলাকাতেও।