চলতি মাসের শুরু থেকে নিম্নচাপ ভ্রুকুটি রাজ্য জুড়ে। এই মুহূর্তে একের পরে এক নিম্নচাপের প্রকোপ রাজ্য জুড়ে। গতকাল সকাল থেকেই ভারী দুর্যোগ শহর কলকাতায়। আজ সকাল হতেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় শুরু হল প্রবল বৃষ্টি।
আকাশ ঘন কালো মেঘে ঢাকা। ফলে সকাল হতে না হতেই রাতের অন্ধকার নেমে এল শহর কলকাতায়। আকস্মিক এই বৃষ্টিতে নাকাল নিত্য পথযাত্রী। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বেলা যত বাড়বে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণও ততই বাড়বে।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী দু-তিন ঘণ্টার মধ্যেই কলকাতা, হাওড়াসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির কারণে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কাও রয়েছে। ফলে বৃষ্টির সময় শহরবাসীকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।
জানা যাচ্ছে, নিম্নচাপ সরলেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ব্যাটিং আগামী বেশ কয়েকদিন চলবে। মঙ্গলবার সকাল থেকেই তাই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। এদিন দুপুর পর্যন্ত এভাবেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে শুধু কলকাতা নয় কলকাতায় পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলাতেও এদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।
হাওয়া অফিসে তরফে জানানো হয়েছে বর্তমানে রাজ্যের উপকূলবর্তী এলাকা তথা দিঘার উপর দিয়ে যাচ্ছে মৌসুমী অক্ষরেখা। এর জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
অন্যদিকে ইতিমধ্যেই একটি নিম্নচাপ মধ্যপ্রদেশে প্রবেশ করেছে। তবে তার তেমন কোনও প্রভাব আমাদের রাজ্যে পড়বে না বলেই জানানো হয়েছে। কিন্তু মঙ্গলবারের পাশাপাশি বুধবারও বৃষ্টির ধারা বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।
আবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বর্তমানে উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও শনিবার থেকেই উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা শুনিয়েছে হাওয়া অফিস।
এদিকে কলকাতার আবহাওয়া প্রসঙ্গে জানানো হয়েছে মঙ্গলবার সারাদিনই কলকাতার আকাশ মেঘলা থাকবে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলে খবর।
সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী বেশ কয়েকদিন বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কলকাতাসহ দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামে বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর।