নিউজলপাইগুড়ি স্টেশন থেকে ৭৪৮গ্রাম হেরোইন উদ্ধার করলেন জিআরপি

যাত্রী সেজে হেরোইন পাচার করার আগেই গ্রেপ্তার হলো ওক ব্যক্তি। ট্রেনের থেকেই উদ্ধার হলো হেরোইন। শনিবার রাতে কামরুপ এক্সপ্রেস থেকে ৭৪৮গ্রাম হেরোইন উদ্ধার করে জিআরপি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বাবলু মুল্লাকে। অভিযুক্ত মুর্শিদাবাদের বাসিন্দা।

তার কাছ থেকে হেরোইন ছাড়াও দুটো মোবাইল, আধার কার্ড সহ একটি টিকিট উদ্ধার করা হয়। এবিষয়ে নিউ জলপাইগুড়ি জিআরপি থানার আইসি পি চট্টরাজ বলেন, “প্রাথমিক তদন্তে জানতে পেরেছি এই হেরোইন আসাম থেকে নিয়ে আসা হচ্ছিল। এখানে মাটিগাড়াতে সে পাচার করত।

কিন্তু আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিলো। তাই ট্রেনটি নিউজলপাইগুড়ি স্টেশন পৌঁছাতেই আমরা তদন্ত শুরু করি। তার ব্যাগ থেকেই হেরোইন, মোবাইল উদ্ধার করা হয়। তবে টিকিটটা কোথাকার তা তদন্তের স্বার্থে এখনই জানানো যাবেনা।”