পিছিয়ে মহিলারা, এবার লিঙ্গবৈষম্য টিকাকরণেও

ভারতে সামাজিক ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের অভিযোগ নতুন নয় কিন্তু এবার অভিযোগ উঠল টিকাকরণ কর্মসূচিতেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্র কের পরিসংখ্যান পর্যালোচনা করে একটি খবরে জানানো হয়েছে এখনো পর্যন্ত দেশে প্রতি ১,০০০ পুরুষ কিছুমাত্র ৮৬৭ জন মহিলা টিকা পেয়েছেন, যা দেশের মহিলাদের অনুপাত এর চেয়েও অনেকটাই কম।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া একটি তথ্যর দ্বারা জানানো হয়, এখনো পর্যন্ত দেশের প্রায় 22 কোটি টাকা দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত অন্তত প্রথম করোনা টিকা পাওয়া পুরুষের সংখ্যা ৯ কোটি ১৩ লক্ষ ৮১ হাজার ৭৪৯ জন কিন্তু মহিলা সংখ্যা ৭ কোটি ৯২ লক্ষ ৩১ হাজার ৮৭০ জন। অর্থাৎ টিকাকরনের ক্ষেত্রে পুরুষের সংখ্যা মহিলাদের তুলনায় ১৫ শতাংশ বেশি।

তবে কেরলে মহিলারা টিকাকরণ এগিয়ে রয়েছেন প্রতি ১০০০ পুরুষ পিছু ১১২৫ জন মহিলা টিকা পেয়েছে।ছত্তীসগঢ় এবং হিমাচল প্রদেশে প্রতি ১,০০০ পুরুষে যথাক্রমে ১,০৪৫ এবং ১,০০৩ জন মহিলাকে টিকা দেওয়া হয়েছে। আবার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে প্রতি ১,০০০ পুরুষ-পিছু মাত্র ৭০৯ মহিলাকে টিকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *