শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আগামীকাল থেকে আন্তঃ কোচিং কেম্প ফুটবলের আসর বসতে চলেছে।এই বিষয় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব কক্ষে এক সাংবাদিক সন্মেলনে সংস্থার সম্পাদক সুভাশীষ ঘোষ সহ প্রীয়ারা সিং, শুভ্র দে, প্রবীর মন্ডল শিলিগুড়ি ফুটবল বিস্তারিত তুলে ধরেন।
একাডেমি পরিচালিত ও শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সহযোগিতায় শান্তি প্রিয় গুহ মেমোরিয়াল চ্যাম্পিয়নশীপে ৮টি দল নিয়ে লীগ কাম নকাউট পর্যায়ে খেলা গুলো অনুষ্ঠিত হবে।সুভাশীষ ঘোষ এক বক্তব্যে জানান কোচিং কেম্পের খেলোয়াড়েরা প্রতিযোগিতায় খেলার সুযোগ কম পায়।
তাই তাদের প্রয়াস লীগ পর্যায়ে গ্রুপ ভিত্তিক খেলে অনেক খেলার সুযোগ পাবে। আগামীতে তারা উচ্চ স্থানে পৌছাতে পারবে।