ভ্যালেন্টাইন্স ডে-র দিনে চাহিদা অনুযায়ী  গোলাপের জোগান দেওয়া যাবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় ফুলচাষিরা

ভালবাসার দিনে প্রেমিক প্রেমিকার গোলাপ বিনিময়। এই গোলাপেই যেমন কাঁটা ঠিক তেমনি ভাবে এবার দামেরকাঁটা লাগছে প্রেমিক প্রেমিকার হাতে। লাল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে চড়া দাম।কারণ ছত্রাকের আক্রমণের কারণে শুকিয়ে যাচ্ছে গোলাপ।তাই চাহিদা মতো গোলাপ ফুলের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভ্যালেন্টাইন ডে-র এক সপ্তাহ আগে, খোলা বাজারে প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা হিসেবে। ফুল ব্যবসায়ীরাই জানাচ্ছেন, তাঁদের ধারণা ভ্যালেন্টাইন ডে-র দিনে এই দাম ৫০ থেকে ৭০ টাকা ছুঁতে পারে।

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, কোলাঘাট-সহ আরও কয়েকটি এলাকায়। ফুলচাষি এবং জেলার উদ্যানপালন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এই অঞ্চলে মূলত মিনি পোল জাতের গোলাপ চাষ করা হয়। এই জাতের ফুল ভালো থাকে ৩-৪ দিন। এই ফুলই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়।প্রেমের মরশুমে, বিশেষ করে ভ্যালেন্টাইনস ডে-র আগে সব থেকে বেশি চাহিদা লাল গোলাপের। কিন্তু এ বার চাহিদা অনুযায়ী সেই গোলাপের জোগান দেওয়া যাবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় ফুলচাষিরা।

ভালোবাসার প্রিয়জনকে গোলাপ দেবেন। সে ফুলে কাঁটা। আর যার ফলে ভ্যালেন্টাইন্স ডে-র দিনে গোলাপ ফুলের চাহিদা থাকলেও হাত দেওয়া যাচ্ছে না। প্রেম দিবস ১৪ ফেব্রুয়ারি। প্রেমিককে মনের কথা জানাতে লাল গোলাপই চাই-ই চাই। আর সেই চাহিদাতেই এই ‘ ভ্যালেন্টাইনস ডে’ আসার আগে থেকেই দামের পারদ চড়তে থাকে গোলাপের। যা নিয়ে প্রেমিক প্রবরদের মনে অভিমান থাকলেও এই দিন উপলক্ষে বা়ড়তি লাভের আশা দেখেন গোলাপ চাষি থেকে ফুল ব্যবসায়ীরা। সাধারণত ব্যাঙ্গালোর থেকে ভালো প্রকৃতির বেশি পরিমাণে গোলাপ আসে। যে গোলাপ ফুল একটির দাম 40 টাকা। ফলে এত দাম দিয়ে ফুল কেউ কিনছেন না। তবে লোকাল গোলাপ ফুলের দাম কম ২০ টাকা হলেও সেগুলি তেমন ভালো নয়। তাই চাহিদা নেই। তবু ভালবাসার দিনে গোলাপ হিন থাকতে চায় না প্রেমিক প্রেমিকারা।