ঘটনাটি ঘটে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামে। কন্যাসন্তান জন্ম দেওয়ায় প্রাণ হারাতে হল পাঁচ মাসের অন্তঃসত্ত্বাকে। প্রমাণ লোপাট করতে রাতারাতি ওই মৃতাকে কবর দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায় মৃত বাক্তির নাম রেশমা খাতুন।
রেশমার মা জানান- বছর তিনেক আগে মেয়ের বিয়ে দিয়েছেলাম, এবং যৌতুক হিসেবে পাত্রকে বাইক, নগদ অর্থ ও আসবাবপত্র সবটাই সাধ্য মতো দিয়েছিলাম।দেড় বছর আগে আমার মেয়ে এক কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু কেন পুত্রসন্তান হয়নি তা নিয়ে প্রায় রোজদিন ওর স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন ওকে মানসিক এবং শারীরিক অত্যাচার করতো। তবে সে সবটাই মুখ বুজে সহ্য করে নিত।কিন্তু এসবের মাঝে তিনি আবারও অন্তঃসত্ত্বা হওয়ায়, কন্যাসন্তান জন্ম দিতে পারার আশঙ্কায় স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন তাঁকে খুন করে।
ঘটনাস্থলে পুলিশ এসে কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানান যে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এবং সঙ্গে অভিযুক্ত দের খোঁজ চলছে।