রাস্তায় গ্যাসের পাইপ লাইন থেকে আগুন লেগে যাওয়ায় বড়জলা এলাকায় আতঙ্ক দেখা দিয়েছিল। আতঙ্কিত জনগণ অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে এনসিসি ফায়ার সার্ভিস এবং কুঞ্জবন ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ঘটনাকে ঘিরে বড়জলা এলাকার জনগণের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বড়জলা স্কুলের অদূরে রাস্তার পাশে গ্যাসের পাইপ লাইনে হঠাৎ আগুন দেখতে পেয়ে এলাকার জনগণ আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় এনসিসি ফায়ার সার্ভিসকে। আগুন নেভানোর জন্য একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ পনেরো মিনিট ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু জল ফুরিয়ে যাওয়ায় খবর দেওয়া হয় কুঞ্জবন অগ্নি নির্বাপক কর্মীদের। কুঞ্জবন থেকে আরো একটি ইঞ্জিন এসে আগুন নেভাতে সক্ষম হয়েছে। এনসিসি ফায়ার সার্ভিসের কর্মী জানান, ঘটনার খবর পেয়ে ইঞ্জিন নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান তারা। পরবর্তীতে কুঞ্জবন অগ্নি নির্বাপক কর্মীদের সহায়তা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও এই ঘটনায় এলাকায় বিভিন্ন বাড়িঘরে ক্ষতি হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন ।