অবশেষে স্বস্তি এল রাজ্য রাজনীতিতে বিতর্কের মধ্যেই জামিন পেল চার নেতা মন্ত্রী

বিগত কদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। অবশেষে আজ পাওয়া গেল উত্তর। শেষ হল টানাপোড়েন। নারদ মামলায় জামিন পেলেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। তবে তাঁদের এখন গৃহবন্দী রাখা হবে। অর্থাৎ জেল হেফাজত থেকে আপাতত মুক্তি পাচ্ছেন চার নেতা। নতুন বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত থাকতে হবে গৃহবন্দি অবস্থায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি করেন। মামলার শুনানি হয়েছে ভার্চুয়ালি। এদিকে গড়িয়াহাট থানায় তৃণমূল বিধায়ক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সিবিএর-র বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলার বিষয় হচ্ছে কেন করোনা মহামারির মধ্যে রাজ্যের এই নেতাদের বাড়িতে সিবিআই সেনা বাহিনী নিয়ে হানা দিয়েছে। এই মামলাটি খারিজের আবেদন জানিয়েছে সিবিআই। এই মামলার শুনানিও হবে আজ কলকাতা হাই কোর্টে। একই সঙ্গে নারদ গ্রেফতারি মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হবে কি না, সে ব্যাপারেও শুক্রবারই সিদ্ধান্ত নেওয়ার কথা হাই কোর্টের।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *